২০১২ সালের ২রা অক্টোবর আম আদমী পার্টির জন্মক্ষণটি ছিল ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে একটি যুগান্তকারী মুহূর্ত। এর ফলে আকস্মিকভাবে সাধারণ নাগরিকের সামনে একটি রাজনৈতিক দলে যোগদান করার অপ্রত্যাশিত সম্ভাবনা এসে উপস্থিত হয়। তখন পর্যন্ত সাধারণ মানুষ রঙ্গমঞ্চের পাশে দাঁড়িয়ে দেশজুড়ে রাজনীতি ও প্রশাসনের অবক্ষয়ের দর্শক মাত্র হয়ে থাকতে বাধ্য হচ্ছিলেন। প্রবেশের কোনো বিধি-নিষেধ না থাকার ফলে প্রতিষ্ঠিত রাজনৈতিক সংস্থাগুলি দ্রুত পারিবারিক তালুক অথবা সাম্প্রদায়িক সংগঠনে পর্যবসিত হয়েছিল। নারী-পুরুষ, যুবক-বয়স্ক, ধনী-দরিদ্র সকলেই এই নতুন দলে সাধারণ মানুষ হিসেবে অভ্যর্থনা লাভ করলেন। ভারতবর্ষে আম আদমী পার্টিই একেবারে প্রথম থেকে নির্বাচনের অর্থ সংগ্রহের জন্য স্বল্প মূল্যের বহু অনুদান একত্র করে ক্রাউডসোর্সিং মডেলের প্রচলন করলো। সমগ্র শাসনযন্ত্র থেকে দুর্নীতি দূরীকরণ এবং বিকল্প রাজনীতির প্রতিশ্রুতির মধ্য দিয়ে আম আদমী পার্টি তার গৌরবময় যাত্রা আরম্ভ করে।